Saturday, 24 February 2024

   09:54:19 AM

bmp
logo
১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন।

2 months ago

বিএমপি কাউনিয়া থানার একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪-১১-২৩ খ্রিঃ রাত ২২:২৫ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০১নং ওয়ার্ড মরকখোলা পোল সংলগ্ন জনৈক মোঃ তাজুল হাওলাদার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ শাফায়েত ইসলাম@ জিসান (২২), পিং-মোঃ জাহিদুল ইসলাম হাওলাদার , মাতা-মোসাঃ রুবি বেগম, সাং-কাউনিয়া বাসু মিয়ার গলি, থানা- কাউনিয়া, জেলা-বরিশাল, ২) মোঃ তুষান (২৫), পিং-মৃত ফয়েজ শারেং, মাতা- মোসাঃ মিনা বেগম, সাং- কাউনিয়া হাউজিং এর পূর্ব পাশে, ০৭নং ওয়ার্ড বিসিসি, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল দ্বয়ের হেফাজত হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদের কে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।