Saturday, 24 February 2024

   08:58:26 AM

bmp
logo
৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১ জন ।

2 months ago

বিএমপি এয়ারপোর্ট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯-১১-২৩ খ্রিঃ সকাল ০৬:০০ টায় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডস্থ নতুল্লাবাত গোল চত্ত্বর "বরিশাল অটো সার্ভিসিং ফিলিং ষ্টেশন" এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ ইউনুস প্রকাশ শুটুক (২৫),পিতা- মোঃ ইলিয়াছ, মাতা-মৃত জোহরা বেগম, সাং- পুরান পল্লান পাড়া (পুরাতন টেকনাফ, পল্যান পাড়া, মাইমুনা প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে, ইলিয়াছ মিস্ত্রির বাড়ী, ০২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা), থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারের হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।