Friday, 11 October 2024

   02:13:28 AM

bmp
logo
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ আটক ০২ জন।

3 months ago

মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ ফিরোজ আলম, এএসআই(নিঃ)/ মোঃ জাকির হোসেন, এএসআই(নিঃ)/ মোয়াজ্জেম হোসেন মজুমদার, কং/৩৭৬ মোঃ রুহুল আমীন, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম, নারী কং/৮১১ লাইজু বেগমদ্বয়ের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ, বরিশাল লঞ্চঘাটে প্রবেশের বিআইডব্লিউটি এর ০৩ নং গেইটের সম্মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ ওহিদুল ইসলাম @ বাদল(৬২), পিতা-মৃত মনসুর আলী, সাং-ভাংগা দেউলা, ০৮ নং ওয়ার্ড, নলছিটি পৌরসভা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ০২। আম্বিয়া খাতুন(৬০), পিতা-মৃত আলা বক্স @ বাদশা, মাতা-মৃত নুরজাহান বেগম, স্বামী-মৃত কুদ্দুস মাতব্বর, সাং-উত্তর কোলাপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জদের হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।