Friday, 11 October 2024

   02:27:44 AM

bmp
logo
বিএমপি কাউনিয়া থানার অভিযানে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ আটক ৩ প্রতারক।

3 months ago

কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানিক টিম গত ২৭/০৬/২০২৪ খ্রিঃ কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপি'র দক্ষিণ লামছড়ি সাকিনস্থ অভিযুক্তের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত প্রতারক ০১। মোঃ জাবেদ হোসেন@ইমন(২০), ০২। মোঃ খলিলুর রহমান প্যাদা(৪৫) এবং ০৩। মোঃ কাউসার(২৩) সর্বসাং- দক্ষিণ লামছড়ি, চরবাড়ীয়া ইউনিয়ন, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশালদের হেফাজত হতে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত ৯৩.৯৮ গ্রাম স্বর্ণালংকার, যাহার মূল্য অনুমান ৮,৮৩,০০০/- টাকা ও ০১টি রেডমী নোট ১৩ মডেলের মোবাইল ফোন সহ আত্মসাৎকৃত মালামাল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন