Sunday, 14 July 2024

   10:00:32 AM

bmp
logo
বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ৯০ (নব্বই) পিচ ইয়াবা সহ আটক ০২ জন।

2 weeks ago

বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/সমরেশ অধিকারী, এএসআই /সেলিম রেজা, এএসআই / প্রশান্ত কুমার গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭-০৬-২০২৪ খ্রিঃ দুপুর ১২:৩০ টায় এয়ারপোর্ট থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর চৌমাথার শাখা রাস্তায় টিটনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) মোঃ সোহেল খান, পিতা - শাহআলম খান, সাং: সাগরদী বাজার ২৩ নং ওয়ার্ড, ইয়ার উদ্দিন শাখা সড়ক, কোতোয়ালি, বরিশাল (২) ইফতে খায়রুল আলম, পিতা - মৃত মাহফুজুর আলম , বাংলা বাজার, আলতাফ স্কুলের সামনে, থানা: কোতোয়ালি, জেলা: বরিশালদের হেফাজত হতে ৯০ (নব্বই) পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।