সাম্প্রতিক কার্যক্রম সমূহ

মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে মালামাল উদ্ধারসহ প্রতারক আটক
30 Jun 2024
০১ (এক) টি সচল ব্যাটারি চালিত অটো রিক্সা, দুইটি গোলাপি রঙ্গিন কাগজের টুকরায় মোড়ানো ০২ (দুই) টি সোনালী কালারের পিতলের বার, হাতে লেখা ০২ (দুই) টি  চিঠি  সাদৃশ্য কাগজের টুকরা সহ সোনা প্রতারক চক্রের ০৩ সদস্য আটক।

বিএমপি, গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ মোঃ ফিরোজ আলম সঙ্গীয় এ.এস.আই(নি:)/মো: জাকির হোসেন, এএসআই(নি:)/মো: মোয়াজ্জেম হোসেন মজুমদার, কং/৩৭৬ মোঃ রুহুল আমিন, কং/১১২০ মোঃ মোজাম্মেল হকদ্বয়ের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সোনা প্রতারক চক্রের ০২ (দুই) টি গ্রুপ যথা কাওছার ও অপু সহ তাদের গ্রুপের কতিপয় সদস্য এবং মফিজ সহ তাহার গ্রুপের কতিপয় সদস্য নকল সোনার বার দেখিয়ে কম দামে বিক্রি করার কথা বলে প্রতারনার ফাদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য গত ২৯/০৬/২০২৪ ইং তারিখ ১৪.৪০ ঘটিকায় বিএমপি, বরিশাল, কাউনিয়া থানাধীন ০৩নং ওয়ার্ড, কাউনিয়া হাউজিং সড়কস্থ, দারুল উলুম সুলতানিয়া হাফিজী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছগির হোসেনের নেতৃত্বে ডিবি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মো: জসিম হাওলাদার (৩২), পিতা:-আ: জব্বার হাওলাদার, মাতা:-মোসা: মমতাজ বেগম, স্থায়ীসাং-হস্তিশুন্ড, থানা:-উজিরপুর, জেলা:-বরিশাল, বর্তমানে-জনৈক মাসুদ মিয়ার বাসার ভাড়াটিয়া, কমিশনার গলি, বাশতলা, ০১নং ওয়ার্ড,থানা:-কাউনিয়া, বিএমপি, বরিশাল ০২। মোঃ শামীম খান (৪৫),(ভাসমান), পিতা-মোঃ মোতালেব হাওলাদার, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, জনৈক কালু মিয়ার বাসার ভাড়াটিয়া, ০১ নং ওয়ার্ড, থানা:-কাউনিয়া, বিএমপি, বরিশাল ০৩। মোঃ কালু মৃধা (৪২),(ভাসমান), পিতা-মোঃ ছিদ্দিক মৃধা, মাতা-মৃত জাহানারা বেগম, ঠিকানা-মরক খলার পোল, খালপাড় সড়ক, ০১ নং ওয়ার্ড, ওয়ার্ড, থানা:-কাউনিয়া, বিএমপি, বরিশাল এবং তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১। ০১ (এক) টি সচল ব্যাটারি চালিত অটো রিক্সা ০২। দুইটি গোলাপি রঙ্গিন কাগজের টুকরায় মোড়ানো ০২ (দুইটি) টি সোনালী কালারের পিতলের বার ০৩। হাতে লেখা ০২ (দুই) টি চিঠি সাদৃশ্য কাগজের টুকরা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত আলামত সমূহ ব্যাবহার করে বরিশাল শহর ও শহরের বাহির থেকে আসা সহজ-সরল, নিরিহ লোকদের বিশেষ করে সহজ-সরল নিরিহ মহিলাদের লক্ষ্য করে কৌশলে নকল সোনার বার দেখিয়ে বিশ্বাস অর্জন করে কম দামে বিক্রি করার কথা বলে প্রতারনার ফাদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য তারা সেখানে অবস্থান করছিলো এবং দীর্ঘদিন যাবৎ তারা এ কাজ করে আসছিলো।
উল্লেখ্য, উক্ত প্রতারণার কাজে জড়িত ০২ টি গ্রুপের অবশিষ্ট পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ধৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ আটক ০২ জন।
28 Jun 2024
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ ফিরোজ আলম, এএসআই(নিঃ)/ মোঃ জাকির হোসেন, এএসআই(নিঃ)/ মোয়াজ্জেম হোসেন মজুমদার, কং/৩৭৬ মোঃ রুহুল আমীন, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম, নারী কং/৮১১ লাইজু বেগমদ্বয়ের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ, বরিশাল লঞ্চঘাটে প্রবেশের বিআইডব্লিউটি এর ০৩ নং গেইটের সম্মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ ওহিদুল ইসলাম @ বাদল(৬২), পিতা-মৃত মনসুর আলী, সাং-ভাংগা দেউলা, ০৮ নং ওয়ার্ড, নলছিটি পৌরসভা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ০২। আম্বিয়া খাতুন(৬০), পিতা-মৃত আলা বক্স @ বাদশা, মাতা-মৃত নুরজাহান বেগম, স্বামী-মৃত কুদ্দুস মাতব্বর, সাং-উত্তর কোলাপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জদের হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএমপি কাউনিয়া থানার অভিযানে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ আটক ৩ প্রতারক।
28 Jun 2024
কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানিক টিম গত ২৭/০৬/২০২৪ খ্রিঃ কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপি'র দক্ষিণ লামছড়ি সাকিনস্থ অভিযুক্তের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত প্রতারক ০১। মোঃ জাবেদ হোসেন@ইমন(২০), ০২। মোঃ খলিলুর রহমান প্যাদা(৪৫) এবং ০৩। মোঃ কাউসার(২৩) সর্বসাং- দক্ষিণ লামছড়ি, চরবাড়ীয়া ইউনিয়ন, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশালদের হেফাজত হতে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত ৯৩.৯৮ গ্রাম স্বর্ণালংকার, যাহার মূল্য অনুমান ৮,৮৩,০০০/- টাকা ও ০১টি রেডমী নোট ১৩ মডেলের মোবাইল ফোন সহ আত্মসাৎকৃত মালামাল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ৯০ (নব্বই) পিচ ইয়াবা সহ আটক ০২ জন।
27 Jun 2024
বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/সমরেশ অধিকারী, এএসআই /সেলিম রেজা, এএসআই / প্রশান্ত কুমার গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭-০৬-২০২৪ খ্রিঃ দুপুর ১২:৩০ টায় এয়ারপোর্ট থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর চৌমাথার শাখা রাস্তায় টিটনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) মোঃ সোহেল খান, পিতা - শাহআলম খান, সাং: সাগরদী বাজার ২৩ নং ওয়ার্ড, ইয়ার উদ্দিন শাখা সড়ক, কোতোয়ালি, বরিশাল (২) ইফতে খায়রুল আলম, পিতা - মৃত মাহফুজুর আলম , বাংলা বাজার, আলতাফ স্কুলের সামনে, থানা: কোতোয়ালি, জেলা: বরিশালদের হেফাজত হতে ৯০ (নব্বই) পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে মাদকদ্রব্য সহ আটক 02 জন
27 Jun 2024
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ০৫(পাঁচ) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি লাল-কালো কালারের TVS RAIDER মটর সাইকেল, একটি Redmi স্মার্ট মোবাইল ফোন সেট এবং মাদক বিক্রির নগদ ১৩,০০০/-(তের হাজার) টাকাসহ আটক ০২ জন।
বিএমপি মিডিয়া সেল
[২৭ জুন ২০২৪]
উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ ফিরোজ আলম, এএসআই(নিঃ)/ মোঃ জাকির হোসেন, এএসআই(নিঃ)/ মোয়াজ্জেম হোসেন মজুমদার, কং/৩৭৬ মোঃ রুহুল আমীন, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম, কং/১১২০ মোঃ মোজাম্মেল হক, নারী কং/৮১১ লাইজু বেগমদ্বয়ের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭/০৬/২০২৪ খ্রিঃ যথাক্রমে দুপুর ১৪:৩০ ও ১৫:৩০ ঘটিকায় প্রথম ঘটনাস্থলঃ- কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ, বৈদ্য পাড়া, বিএম কলেজ পকেট গেইটের সামনে জনৈক প্রফেসর মোঃ মামুন সাহেবের বাসার সামনে পাকা রাস্তার উপর এবং দ্বিতীয় ঘটনাস্থলঃ-কোতয়ালী মডেল থানাধীন ২১নং ওয়ার্ডস্থ, গোরস্থান রোড, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের পিছনের গেইট সংলগ্ন, জোমাদ্দার ম্যানশনের নিচ তলার ধৃত অভিযুক্তদ্বয়ের ভাড়া নেয়া পূর্ব পার্শ্বের মাঝখানের রুমে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ মেহেদী হাসান (২৯), পিতাঃ-নূর মোহাম্মাদ, মাতাঃ-মৃত রেহেনা বেগম, স্থায়ী সাং-হোগলপাতি, ডৌয়াতলা ইউপি, থানাঃ-বামনা, জেলাঃ-বরগুনা, বর্তমানে-জনৈক মহারাজ এর বাসার ভাড়াটিয়া, ২৯ নং ওয়ার্ড, কাশিপুর আনসার ক্যাম্প, থানাঃ-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল ০২। মোসাঃ জোসনা বেগম (৩৮), স্বামী-মোঃ রাসেল ফকির, পিতা-মজিবর বেপারী, মাতা-রহিমা বেগম, স্থায়ী সাং-তেরচর, বেপারী বাড়ি, ৪নং ওয়ার্ড, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা-বরিশাল, বর্তমানে-সাব্বির ম্যানসন এর নিচ তলার ফ্লাটের ভাড়াটিয়া, শের-ই- বাংলা সড়ক, ২৮ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশালদের হেফাজত হতে ০১। একটি সাদা কালারের শপিং ব্যাগের মধ্য রক্ষিত সাদা কাগজ দিয়ে মোড়ানো (১২) টি পোটলায় মোট ১০০ (একশত) গ্রাম গাঁজা, ০২। মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি লাল-কালো কালারের একটি TVS RAIDER মটর সাইকেল, ০৩। মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি কালো কালারের একটি Redmi স্মার্ট মোবাইল ফোন সেট, ০৪। শাহ সিমেন্ট লেখা একটি প্লাস্টিকের তৈরি বড় বাজারের ব্যাগের মধ্য রক্ষিত সাদা স্বচ্ছ পলিথিন কাগজের উপর খাকি কসটেপ দিয়ে পেঁচানো ০১(এক) টি প্যাকেটে রক্ষিত ০২ (দুই) কেজি গাঁজা, নীল পলিথিনের উপর খাকি কস্টেপ দিয়ে পেঁচানো ০১(এক) টি প্যাকেটে রক্ষিত ০২ (দুই) কেজি গাঁজা এবং স্কান সিমেন্ট লেখা একটি বাজারের ব্যাগের মধ্য রক্ষিত খোলা গুড়া গাঁজা ০১(এক) কেজি, মোট ০৫(পাঁচ) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজা, ০৫। মাদক বিক্রির নগদ ১৩,০০০/-(তের হাজার) টাকা, উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
উল্লেখ্য, মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংযুক্ত ০৩। মোঃ হেলাল বয়াতি@ হেলাল ভান্ডারি (৫০), পিতা-মৃত ওহাব খান, মাতা- অজ্ঞাত, সাং- পূর্ব বিল্লু বাড়ি, ০৯নং ওয়ার্ড, কাশিপুর ইউপি, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল পলাতক রয়েছেন।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএমপি কমিশনার কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি
26 Jun 2024
বিএমপি কমিশনার কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি

বিএমপি মিডিয়া সেল 
[২৬ জুন ২০২৪] 

২০২৪ সালের এইচএসসি, আলিম  এবং এইচএসসি (ভোকেশনাল)পরীক্ষা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় এক গণবিজ্ঞপ্তি জারী করেছেন। 

নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য জারীকৃত এই গণবিজ্ঞপ্তি আগামী ৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১১ আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন তারিখ ও সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তি সংযুক্ত : ২ পাতা।

ধন্যবাদান্তে- বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ কমিশনার মহোদয় সর্ম্পকীত

avatar
Police Commissioner
মোহাম্মদ নজরূল হোসেন (ভারপ্রাপ্ত
Mission
TO ENSURE LIVABLE, SAFE PROSPEROUS SOCIETY FOR THE CITY DWELLERS THROUGH TECHNOLOGY-BASED AND PRO-PEOPLE POLICING
Vision
PRO-PEOPLE POLICING FOR DISCIPLINE AND SECURITY

BMP ACTIVITIES

Bangladesh Police devotes a round the clock service to public order, peace and security. It works relentlessly to secure life and property of the people. The enormous area of responsibility and the volume of works of Bangladesh Police entail activities ranging from domestic law and order management to performing globally with the UN in its different peacekeeping missions. The functions in generally carried out by Bangladesh Police are as follows:

Crime Management
  • Collecting intelligence
  • Response to crime Incidents
  • Investigation
  • Verification
  • Public Order Management
  • Traffic Management
  • Assisting Prosecution
Internal Security:
  • Security Patrols
  • Security Watchdog
  • VVIP Security
  • KPI Security
  • Security at National Occasions (Religious festival, Fair, Ijtema, Pahela Baishakh etc.)
Social Integration:
  • Addressing Transnational Crimes (Interpol, SAARCPol etc)
  • UN Peacekeeping Missions
Performing Internationally:
  • Collecting intelligence
  • Response to crime Incidents
  • Investigation
  • Verification
  • Public Order Management
  • Traffic Management
  • Assisting Prosecution

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ইতিহাস


বরিশাল মেট্রোপলিটন পুলিশ-বিএমপি ২০০৬ সালে বরিশাল মেট্রোপলিটন এলাকাকে সেবা প্রদানের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়। এটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ২০০৯ এর একটি পুলিশ আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল

 

ভৌগোলিক সীমানা:

বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়ন বাবুগঞ্জ উপজেলার . ইউনিয়ন (মাধবপাশা, রায়পাশা এবং রহমতপুর ইউনিয়নের অধাংশ) এর সমন্বয়ে ০৪ টি থানা, ০৪ টি ফাড়ি একটি ক্যাম্প নিয়ে প্রায় ৪৪৭.০২ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

বরিশাল মহানগর এলাকার অধীন থানা,ফাড়ি ক্যাম্প সমূহ :

থানাঃ

. কোতয়ালী মডেল থানা

. বন্দর থানা

. কাউনিয়া থানা

. এয়ারপোর্ট থানা

ফাড়িঃ

. আলেকান্দা পুলিশ ফাড়ি

. বগুড়া পুলিশ ফাড়ি

. আমানতগঞ্জ পুলিশ ফাড়ি

. স্টীমারঘাট পুলিশ ফাড়ি

ক্যাম্পঃ

. বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প

বরিশাল মেট্রোপলিটন পুলিশের থানা সমুহ

গুগল ম্যাপে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয়