Saturday, 23 November 2024

   07:23:31 PM

bmp
logo
বঙ্গবন্ধু ছিলেন প্রকৃতি প্রদত্ত নেতা, বঙ্গবন্ধু একটা আদর্শ, বঙ্গবন্ধু মরতে পারেনা : বিএমপি কমিশনার।

3 years ago

১৫ আগস্ট ২০২১ খ্রিঃ সকাল এগারোটায়,  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, পুরস্কার ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার  এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের জাতি স্বত্তা , অধিকার আদায় ও স্বাধীন ভূখন্ডের জন্য এই দেশ কেমন করে চলবে তা তিনি দেশ স্বাধীন হওয়ার পর বলে গিয়েছেন, এমনকি স্বাধীন বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্যে বলে গিয়েছেন, পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।" তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে আজ বাংলাদেশ পুলিশ সত্যিকারের একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু একটা আদর্শ, বঙ্গবন্ধু মরতে পারেনা, তাঁর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবো। এই দেশ স্বাধীন করার জন্য জন্ম নেয়া বঙ্গবন্ধু ছিলেন প্রকৃতি প্রদত্ত নেতা, এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়েই তিনি জন্ম নিয়েছিলেন।
তিনি শুধুমাত্র একটি পতাকা ও একটু ভূখণ্ডের মধ্য দিয়েই তিনি মুক্তির কথা বলেননি বরং চিন্তা চেতনা ও মননে, জ্ঞান-বিজ্ঞানে দক্ষ একটি প্রযুক্তিনির্ভর, ঐক্যবদ্ধ অগ্রসর সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে সগর্বে এগিয়ে চলার কথাই তিনি বলেছেন।
তিনি যেখানেই বঞ্চনা ও মানবিকতার বিপর্যয় দেখেছেন, সেখানেই দেশপ্রেম ও মমত্ববোধ নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের পরিধেয় একমাত্র জামাটি ও খুলে দিয়েছেন বঞ্চিত মানুষ কে। তার এমন মানবিকতা ও মমত্ববোধের অসংখ্য উদাহরণ তার জীবনী পর্যালোচনায় দেখা যায়। সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে।
এখন সেই ষড়যন্ত্রকারীদের যেসব উত্তরসূরিরা এ দেশকে পিছনে টেনে নিয়ে যেতে পিছু নিয়েছে , সেই
শত্রুদের পরাভূত করে সোনার বাংলাকে এগিয়ে নিয়ে, এই দিবসগুলোতে তার আদর্শে হৃদয়কে শানিত করে বাস্তবায়ন করার মাধ্যমে এ দেশ সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।