শহিদ বুদ্ধিজীবি দিবস ২০২১ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর ২০২১ খ্রিঃ সার্কিট হাউস বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এ-সময় তিনি শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বক্তব্যে বলেন, প্রতিটি জাতিরই অতীতে বা পিছনে তাকানোর প্রবণতা রয়েছে। আমরা যদি পূর্বপুরুষের কথা চিন্তা না করি, তা হবে শেকড়হীন গাছের মতো। মহান মুক্তিযুদ্ধে কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ত্যাগ রয়েছে, বিশেষ করে বুদ্ধিজীবি ; আমাদের অবশ্যই তাঁদের উপলব্ধি করতে হবে, আজ তাঁদের আলোকে আমরা আলোকিত
যে প্রজ্ঞা দিয়ে পূর্ব পুরুষ নেতৃত্ব দিয়েছেন, তারা যদি তা না করতেন, তাহলে আমরা এই স্বাধীন ভূখন্ড পেতাম না। ২৫ শে মার্চ কালো রাতে যদি বঙ্গবন্ধু কাপুরুষের মতো পালিয়ে যেতেন, তাহলে কিছুতেই এমন গর্বিত ইতিহাস পেতাম না,
এগুলো আমাদের উপলব্ধি করতে হবে।
এ নিরাপদ দেশের মাটি বায়ুকে বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে কাজ করতে হবে, তবেই সকল ত্যাগ স্বার্থক হবে।
জনাব জসিম উদ্দিন হায়দার, জেলা প্রশাসক, বরিশাল এর সভাপতিত্বে এ-সময় আরো উপস্থিত ছিলেন সভার সম্মানীত প্রধান অতিথি জনাব মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) বরিশাল। ডিআইজি বরিশাল রেঞ্জ
জনাব এস এম আক্তারুজ্জামান। পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ মারুফ হোসেন-পিপিএম,
উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল জনাব মোঃ হারুন-অর-রশিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব এ এম জি কবির ভুলু সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।