Saturday, 23 November 2024

   06:50:13 PM

bmp
logo
আমাদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। _________বিএমপি কমিশনার।

2 years ago

১৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ জেলা শিল্পকলা একাডেমি বরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার একথা বলেন।
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,
একটি স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতির সূর্যসন্তানরা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আমরা আজ আনন্দের সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ, উদযাপন করতে পেরেছি ।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভিশন, তার গাইডলাইনস, বুদ্ধিমত্তা, পরিশ্রম এবং সবকিছুর মধ্যে সমন্বয় সাধনের দক্ষতায় যে অভূতপূর্ব উন্নতি এসেছে, আজকের এই উন্নয়ন অগ্রগতি আরও আগে হতে পারতো! পঞ্চাশ বছরে না হয়ে কমপক্ষে ২০-২৫ বছরে হতে পারতো! আমরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালেশিয়া থেকেও এগিয়ে থাকতে পারতাম কিন্তু যাঁরা দূর্ণীতি করে এই দেশটাকে শোষণ করে, গণতন্ত্র হরন করে সামরিক শাসন কায়েম করে, বিদেশে টাকা পাচার করে অনিয়ম করেছে, সেই লুটেরা ধনীদের জন্য আমরা ২৫ বছরে যা করতে পারতাম সেখানে পঞ্চাশ বছর লাগছে।
তিনি আরও বলেন, আমাদের যেন এই অগ্রগতি থেকে পিছিয়ে যেতে না হয় সেজন্য সবাই এক হয়ে কাজ করার মাধ্যমে আরও সামনের দিকে এগিয়ে থাকতে হবে। নিজেদের মধ্যে একটি সুন্দর আইনশৃঙ্খলা বজায় রেখে আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয় সত্তা, আমাদের আত্মপরিচয় পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতীয় সত্তার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্তদের কঠোরভাবে দমন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐতিহ্য সমুন্নত রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনাব জসিম উদ্দিন হায়দার জেলা প্রশাসক, বরিশাল এর সভাপতিত্বে এ-সময় আরো উপস্থিত ছিলেন সভার সম্মানীত প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) বরিশাল
জনাব মোঃ সাইফুল হাসান বাদল। পুনাক বিএমপি সভানেত্রী জনাব আফরোজা পারভীন (সহধর্মিণী বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার), ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ মারুফ হোসেন-পিপিএম, বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সহ বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।