বিএমপি কোতোয়ালি মডেল থানার একটি চৌকস অভিযানিক টিম ডাকাতির প্রস্তুতি গ্রহণের গোপন সংবাদের ভিত্তিতে ২৩-০৭-২০২৩ খ্রিঃ রাত অনুমান ০০:০৫ টায় কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চরমোনাই পীর সাহেব হুজুরের বাড়ীর দক্ষিণ-পশ্চিম পার্শ্বে কীর্তনখোলা নদীর পাড়ে বেরীবাধের উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ডাকাত ১। মোঃ মেহেদী হাসান (২৭), পিতা-নান্নু দেওয়ান, মাতা-শেলিনা বেগম, ২। মোঃ আরিফ হোসেন (২০), পিতা-আব্দুল মাঝী, মাতা-মোসাঃ রহিমা বেগম, ৩। মোঃ নাঈম মোল্লা (১৯), পিতা- মতলেব আলী মোল্লা, মাতা- নাসিমা বেগম, ৪। মোঃ সুমন বেপারী (১৯), পিতা-বাছেদ বেপারী, মাতা-নাসিমা বেগম, সর্ব সাং- হাসানপুর, উলানিয়া ইউপি, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশালদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাতেনাতে ধৃত করেন। এ সময় তাদের সঙ্গীয় অপর দুই ডাকাত ৫। মোঃ মামুন (১৯), পিতা আবুল কালাম জোমাদ্দার, ৬। মোঃ বাসু (১৯),
পিতা-চান মিয়া হাওলাদার, উভয় সাং-হাসানপুর, উলানিয়া ইউপি, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা বরিশাল পালিয়ে যেতে সক্ষম হয়।
ডাকাতদের গ্রেফতার কালে তাদের হেফাজত হতে এ সময় ডাকাতি সংগঠনের সরঞ্জামাদি একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত ট্রলার ও ২৩ টি রামদা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত ও পলাতক ডাকাত সহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।