Saturday, 23 November 2024

   07:08:39 PM

bmp
logo
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহবান আইজিপি'র

3 years ago

"মুজিববর্ষে অঙ্গীকার করি
সোনার বাংলা সবুজ করি"
এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার, ১১ আগস্ট ২০২১ খ্রিঃ বেলা ১২ঃ০০ ঘটিকায় পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষ থেকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বাংলাদেশ পুলিশ কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনকালে আইজিপি
বলেন বৃক্ষ শুধু রোপণ করলেই হবেনা বরং তাকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই তিনি শোকাবহ এই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেন ২৫ শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপ করা সকল শহীদ পুলিশ সদস্যগণ সহ ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
বাংলাদেশ পুলিশ, পুনাক(পুলিশ নারী কল্যাণ সমিতি) কর্তৃক দেশব্যাপী প্রায় এক কোটি গাছ লাগানোর গৃহীত সামাজিক বনায়ন কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, পুনাক দেশের প্রায় সকল ইউনিটে পুলিশ পরিবারের কল্যাণসাধন ও সেবা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
আমরা দেখেছি করোনাকালে প্রায় প্রতিরাতেই পুনাক অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেছে, রমজান মাসে ইফতার বিতরণ করেছে, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে টঙ্গিপাড়া গিয়ে সাধারণ ও অসহায় মানুষদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছে।
এ সময় তিনি পুনাক কর্তৃক গৃহীত সামাজিক বনায়ন কর্মসূচির ভূয়শী প্রশংসা করে বলেন, এই কর্মসূচি সবুজ বাংলাদেশকে আরো সবুজতর করার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। তবে অন্যান্য বৃক্ষের চেয়ে ফলজ বৃক্ষ বেশি রোপন করতে হবে যাতে করে পশুপাখি ও প্রাণী সম্পদের বৈচিত্র ফিরে আসে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা বরং রোপিত বৃক্ষ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।
এ-সময় তিনি পুনাক সভানেত্রী  জীশান মির্জাকে পুলিশ পরিবারের কল্যাণ ও সেবা নিয়ে কাজ করার পাশাপাশি সর্বসাধারণের কল্যাণ নিয়ে কাজ করার আহবান জানান।
অতঃপর বেলা ১২:৪০ ঘটিকায় সারাদেশের ন্যায় একযোগে বরিশাল মহানগর পুলিশের নির্মাণাধীন পুলিশ লাইনস চত্বর, রুপাতলিতে বিএমপি'র শীর্ষ কর্মকর্তা ও পুনাক বিএমপি'র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ সূচনা হয়।