বিএমপি কাউনিয়া থানার এসআই(নিঃ)/সামসুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই(নিঃ)/মোঃ এনামুল হক, এএসআই/মো: হুমায়ূন কবির, এএসআই(নিঃ)/মোঃ শওকত হোসেন দে'র সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১-০৬-২০২৪ খ্রিঃ বেলা ১৬:০০ ঘটিকায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৪ নং ওয়ার্ডস্থ নিউ ভাটিখানা সাকিনস্থ ডি এইচ ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মো: শাহিন সরদার (৩৮), পিতা- মৃত আদম আলী সরদার, মাতা- মৃত আলেয়া বেগম, স্থায়ী সাং-কৃষ্ণকাঠি, সরদার বাড়ি, বাসন্ডা ইউপি, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং- পলাশপুর দেড় নং গলি, বিসিসি ০৫, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।