পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিস এবং রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা সমূহের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করেন এবং রিজার্ভ অফিস ও তার শাখা-প্রশাখার কার্যক্রম সংক্রান্তে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পরিদর্শন বই এ মন্তব্যসহ স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্ /এডমিন) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম, সহকারী পুলিশ কমিশনার ফোর্স সৈয়দ এমদাদুল হক , আরআই (ভারপ্রাপ্ত) জনাব মোঃ তাজুল ইসলাম, রিজার্ভ অফিসার-১ জনাব মোঃ জিহাদ মৃধা সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্স।