Thursday, 02 January 2025

   06:06:28 PM

bmp
logo
প্রেমের ফাঁদে ফেলে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক চক্র লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আটক।

2 weeks ago

অনলাইন প্লাটফর্মে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার প্রতারণা পূর্বক হাতিয়ে নেওয়ার ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকার ঘটনায় অভিযুক্ত প্রতারকের স্থায়ী ঠিকানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার আওতাধীন হওয়ায় ডিএমপি, ঢাকার অফিসার ইনচার্জ লালবাগ থানা বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে ভিকটিমকে আইনি সহায়তার জন্য বিএমপি এয়ারপোর্ট থানায় প্রেরণ করেন ।
বিএমপি কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা এর সার্বিক তত্ত্বাবধানে ভিকটিম গীতা রানী পাল (ছদ্মনাম) এর কাছ থেকে ঘটনা সংক্রান্তে বিস্তারিত জেনে এয়ারপোর্ট থানার একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্ত ১। মোঃ নাফিজুর রহমান(২২), পিতা- মোঃ মিজানুর রহমান, সাং- পশ্চিম পাংশু, থানা- বিমানবন্দর, বিএমপি, বরিশাল ২। শফিউল আলম প্রিন্স (২৩), পিতা- মৃত শামিউল আলম, সাং- রাধাগজ্ঞ, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে লুন্ঠিত ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ১০,০০০/- টাকা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।