বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মো: ইসমাইল হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/মোঃ জাকির হোসেন, এএসআই/মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, কং/৪৩০ ফারুক হোসেন, কং/৮৬৮ মোঃ ফাহাদ হোসেন, নারী কং/৯৪১ সোনিয়া রানী দে গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. দুপুর ১৪.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নং ওয়ার্ডস্থ বান্দরোড হেমায়েত উদ্দিন ঈদগাহ এর উত্তর পার্শ্বে ভাটার খাল পাড় এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসার ভাড়াটিয়া মর্জিনা বেগমের ঘরের পাশে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোসাঃ মর্জিনা বেগম (৫৫), পিতা-মৃত কালু চৌকিদার, মাতা-মৃত ময়ফুল বিবি, স্বামী-মৃত কামাল সিকদার, সাং-১০নং ওয়ার্ড, বান্দ রোড, ভাটারখাল, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল, হাল সাং- জনৈক সেলিম মিয়ার বাসার ভাড়াটিয়া, ১০নং ওয়ার্ড, বান্দ রোড, ভাটারখাল, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালে'র হেফাজত হতে ০১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
উল্লেখ্য যে ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০২। মোসাঃ ময়না বেগম(৩০), স্বামী- মোঃ খলিল, সাং –কেডিসি বস্তি, ১০নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল পলাতক রয়েছে।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।