Sunday, 05 January 2025

   04:17:26 AM

bmp
logo
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০১ কেজি গাঁজা ও ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন।

1 month ago

বিএমপি গোয়েন্দা শাখার এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/মো: জাকির হোসেন, নায়েক/ মোঃ মঞ্জুর হোসেন বাবুল, কং/ মোঃ সাইফুল ইসলাম, কং/ মোঃ রুহুল আমিন, কং/ মোঃ মোজাম্মেল হক, কং/ মোঃ আকিদুর রহমান গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬-১১-২০২৪ খ্রিঃ রাত ২২:০০ ঘটিকায় বিএমপি বরিশাল, কোতয়ালী মডেল থানাধীন, ১৯নং ওয়ার্ডস্থ, কালীবাড়ী প্রথম গলি অনামিকা নামীয় বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর এবং উক্ত বিল্ডিং এর নিচ তলার ধৃত ০২ নং অভিযুক্তের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১) মোঃ দেলোয়ার হোসেন মীর (৪০), পিতা-মৃত শাহজাহান মীর, মাতা-মোসাঃ জুলেখা বেগম, স্থায়ী সাং-গাজীপুর, মীরা বাড়ি, ০৩নং ওয়ার্ড, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশালে'র হেফাজত হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২) মোঃ মোস্তাফিজুর রহমান প্রকাশ রিয়াদ(৪৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন আহম্মেদ, মাতা-মোসাঃ মোস্তারী বেগম,স্থায়ী সাং-কালীবাড়ি প্রথম গলি, ১৯ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালে'র হেফাজত হতে ০১ কেজি গাঁজা ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ০১ কেজি গাঁজা ও ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।