Sunday, 05 January 2025

   04:07:51 AM

bmp
logo
বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক ০১ জন।

1 month ago


বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/মোঃ মেহেদী হাসান, এসআই/পিন্টু পাল, এএসআই/আউয়াল, এএসআই/মহসিন সবুজগণের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৮-১১-২০২৪ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজারের তিন রাস্তার মুখে জনৈক হেমায়েতের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১)মোঃ বাবুল(৪২),পিতা-মৃত আঃ ছাত্তার ,মাতা-জহুরা বেগম সাং-বকচর কলোনী,সিটি কলেজের পশ্চিম পাশে, ০৯নং ওয়ার্ড,থানা- কোতয়ালী,জেলা-যশোর এর হেফাজত হতে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।