১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে বেলা ১১ঃ০০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
বক্তব্যের শুরুতেই তিনি মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ২৫ মার্চ কাল রাত্রে রাজার বাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় তিনি আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব। আপনাদের জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়েছি।
এ সময় আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ রায়হান কাওসার(অতিরিক্ত সচিব), রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক বরিশাল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।