Friday, 14 June 2024

   08:19:41 AM

bmp
logo
বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএমপি কমিশনার এর অংশগ্রহণ।

3 months ago

আজ ২২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশালে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় দিবস - ২০২৪ উদযাপন উপলক্ষে এ ধরনের একটি আয়োজনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, প্রাক্তন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, উপাচার্য (রুটিন দায়িত্ব) বরিশাল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব ফজলুল করিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।