০৪ নভেম্বর ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় বন্দর থানা বিএমপি কর্তৃক "ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে'তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস্ মোঃ এনামুল হক।
প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । সভার সভাপতি সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন। জনগণের কাছে এসময় থানা চিত্র যেন পুলিশ কমিশনার কার্যালয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে'র দিন উপস্থিত থাকেন।
প্রধান অতিথি , বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
ওপেন হাউজ ডে'তে তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে ব্যবস্থা গ্রহণ করা হয় ; ভুক্তভোগীর কথা , সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয়। তাই, সভায় নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে, অপরাধ দানাবাঁধার আগেই ওপেন হাউজ ডে'তে এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা কামনা করা হয়।
বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঁঞা বিপিএম-বার ,থানার অন্যান্য কর্মকর্তাসহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।