Thursday, 21 November 2024

   09:43:34 PM

bmp
logo
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম_____________পুলিশ কমিশনার বিএমপি।

2 years ago

আজ ২২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় রেঞ্জ পুলিশ বরিশালের আয়োজনে বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযােগিতা
বরিশাল আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।
এ সময় তিনি বলেন, যেকোনো ধরনের খেলাধুলা ভাতৃত্বের বন্ধন কে আরো সুদৃঢ় করে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। কাবাডি খেলা আমাদের প্রাণের খেলা যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে রয়েছে । আমাদের তরুণরা কাবাডি খেলার মাধ্যমে অসাধারণ ক্রীড়াশৈলী ও ক্রিয়া নৈপূণ্য দেখিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে আমরা সেই প্রত্যাশা করি।
এ-সময় আরো উপস্থিত ছিলেন জনাব সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব এস এম আখতারুজ্জামান ডিআইজি বরিশাল রেঞ্জ, জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার বরিশাল, জেলা প্রশাসক বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার, রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও খেলোয়াড়গন।