১৩ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় বিএমপি'র কোতয়ালী মডেল থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মোঃ এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে ভুক্তভোগী জনগণের সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি বিবরণী (মিউনিট) জবাবদিহিতার সাথে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
প্রতিমাসের নির্ধারিত সময়ে ”ওপেন হাউজ ডে “ উপলক্ষ্যে সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে যে কোন অভিযোগ সরাসরি জানাতে সম্মানিত নগরবাসীর প্রতি পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের আহ্ববান...
ওপেন হাউজ ডে’র সময়সূচী নিম্নরুপঃ-
_________________________________
০৪ তারিখ বন্দর থানা বিএমপি ,
০৭ তারিখ কাউনিয়া থানা বিএমপি,
১০ তারিখ এয়ারপোর্ট থানা বিএমপি
ও
১৩ তারিখ কোতয়ালী থানা বিএমপি।
ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এর মধ্যে তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়ঃ
১) ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
২) সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ।
৩) পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ জনতার মিলনমেলায় ওপেন হাউজ ডে এমন একটি টুলস যেখানে সরাসরি ভুক্তভোগী সহ সমাজের সার্বিক চিত্র উঠে আসে যা আমাদের নজরে নেই। এই জন্য ওপেন হাউজ ডে এই জন্য আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার বলেন, আগের দিনে মুরব্বিদের শাসন ব্যবস্থা জোরদার ছিলো, কালের বিবর্তনে তা উঠে গেলেও সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে।
এলাকার পরিবেশ আরও শান্ত রাখতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারি , শব্দ দূষণ সহ কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমাদের নজরে আনুন। বিশেষ করে নির্মাণাধীন স্থাপনায় কোনা প্রকার চাঁদাবাজির তথ্য সর্বাগ্রে অবগত করুন।
অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব মোঃ আজিমুল করীম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি জনাব মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা জনাব শারমিন সুলতানা রাখী থানার অন্যান্য অফিসারবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ কোতয়ালী মডেল থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন, বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।