বরিশাল সদর জোনাল অফিসের গ্রামীন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কর্মকর্তা কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া, ২২নং ওয়ার্ডের ভাড়াটিয়া পটুয়াখালী সদর উপজেলা ইটবাড়িয়ার মৃত মোসলেম আলীর ছেলে আঃ মোতালেব (৫৬) গত ০৪ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ সকাল ০৯ঃ৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীণ ২৮নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ মাছ বাজারের সামনে পাঁকা রাস্তায়
ব্যবহৃত মোটরসাইকেল বাজাজ কোম্পানির পুরাতন সিটি ১০০ মটরসাইকেল যাহার ইঞ্জিন-DUZWE05256, চেসিস নং-
MD2A18AZ0GWE50264, যাহার রেজিঃ নং-BARISAL METRO-HA-12-0202, যাহার
আনুমানিক মূল্য- ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, যা রেখে বাজার করতে গিয়ে অনুমান আধাঘন্টা পরে এসে গাড়িটি দিনভর খোঁজা খুঁজি করে না পেয়ে এয়ারপোর্ট থানায় আইনগত সহায়তা চাইলে সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানার সহযোগিতায় এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজার থেকে ০৫ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ রাত ০১:৩৫ ঘটিকায় চোরাই মোটরসাইকেল বিক্রয়কালে হাতেনাতে ধরতে সক্ষম হন।
ধৃত আসামীগণ হলেন....
১) মোঃ তৌসিফ রাব্বি (২৬), পিতা- মোঃ বাবুল হোসেন
ফরাজী, মাতা-তাসলিমা বেগম, দাদা- হাশেম ফরাজী, সাং-কালিহাতা, ফরাজীবাড়ী,
থানা-উজিরপুর, জেলা- বরিশাল,এ/পি সাং- ভাটিখানা বাজার গলি, ফাতেমা
মঞ্জিল, আসমত আলী মাস্টারের স্কুলের সামনে, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল।
২) মোঃ বাচ্চু সিকদার (২৬), পিতা- মৃত সোবাহান সিকদার, মাতা-
শামসুন্নাহার বেগম, সাং- চাখার, ৪নং ওয়ার্ড, চাখার ইউপি, সিকদার বাড়ী,
থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল।
জানা যায় যে, চোর চক্র বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেলগুলো বরিশাল জেলার বানারীপাড়া
থানাধীন চাখার গ্রামের মোঃ বাচ্চু সিকদার, তাহার ভাই রিপন সিকদার সহ অজ্ঞাতনামা ২/৩জনের নিকট বিক্রয় করেন।
সেই সূত্র ধরে পুলিশ পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম
০৫ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ ১৪:৪৫ ঘটিকায়
২নং আসামী মোঃ বাচ্চু সিকদার (২৬), পিতা- মৃত
সোবাহান সিকদার, মাতা- শামসুন্নাহার বেগম, সাং- চাখার, ৪নং ওয়ার্ড, চাখার
ইউপি, সিকদার বাড়ী, থানা- বানারীপাড়া, জেলা- বরিশালকে আটক করেন এবং তার হেফাজত থেকে ১টি পুরাতন ৮০ সিসির CASH DEPOSIT HONDA, যাহার আনুমানিক মূল্য- ৮০,০০০/-(আশি হাজার) টাকা নামক কোম্পানীর মোটরসাইকেল
যাহার ইঞ্জিন নং-2759296, চেসিস নং, রেজিঃ নং- ঘষে উঠানো অবস্থায় উদ্ধার করেন।
এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।