Thursday, 21 November 2024

   09:22:39 PM

bmp
logo
জনপ্রিয় ওপেন হাউজ ডে আজ যেন গণশুনানিতে পরিনত হয়েছে, এখানে সেবাদানে ভুল ত্রুটিগুলো খোলামনে বলা যায় |____ পুলিশ কমিশনার বিএমপি

2 years ago

১৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানা বিএমপি কর্তৃক "ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে'তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, বিএমপি (অতিরিক্ত আইজিপি) জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয়সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে'র দিন উপস্থিত থাকেন।
শুরুতেই সভার সভাপতি অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিমুল করীম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা কর্তৃক গার্ড সালামি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রধান অতিথি বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় পর্যায়ক্রমে জনপ্রতিনিধি, সুশীল সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছায় ভূষিত সদ্য প্রধান অতিথি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন সরাসরি জনগণের জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার মতো সাহসী পদক্ষেপ সবার জনপ্রিয় ওপেন হাউজ ডে যেন এক গণশুনানিতে পরিনত হয়েছে। আমাদের ভুল ত্রুটি কোথায় তা খোলামনে শুনে চ্যালেঞ্জের সাথে জনগণকে প্রভু ভেবে সেবা নিশ্চিত করার মাধ্যমে ইতিমধ্যেই অনেকটা আস্থার সম্পর্ক তৈরি করতে পেরেছি।
মানুষের সাথে আস্থার সম্পর্ক তৈরি করতে না পারলে উন্নত নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দেয়া অসম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন স্বাধীন দেশের পুলিশ হবে জনগণের পুলিশ, গণতান্ত্রিক পুলিশ, বিগত কর্মকালীন সময়ে সেই জনগণের পুলিশ বাস্তবায়নে সৎ প্রচেষ্টা নিয়ে জনমুখী গণমুখী পুলিশ হওয়ার অগ্রযাত্রার পথে অনেকটা এগিয়ে চলছি যা রক্ষা করার দায়িত্ব জনগণের।
তিনি আরও বলেন চলমান অর্থনৈতিক উন্নয়ন বলে দিচ্ছে আগামীতে উন্নত বিশ্বে রুপান্তর হওয়ার নিশ্চয়তা যা কোন অলিক কল্পনা নয় । অপরাধমুক্ত সুশৃঙ্খল দেশ না হলে সে দেশে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। সামাজিক শক্তি ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে পুলিশ সফল হতে পারে না, জনতা পুলিশ দু'য়ের সমন্বয় প্রয়োজন তাই বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্কুল ভিজিটিং সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শুভবুদ্ধিসম্পন্ন ক্লিন ইমেজের মানুষের সম্পৃক্ততায় অপরাধ সংঘটিত হওয়ার আগেই সামাজিক শক্তি ও আন্দোলনের মাধ্যমে পুলিশ জনতা অংশীদারিত্বের ভিত্তিতে নিরাপদ সমাজ গড়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমপির শীর্ষ কর্মকর্তা, থানার অন্যান্য অফিসারবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মানিত সভাপতি প্রফেসর (সাবেক অধ্যক্ষ বিএম কলেজ) জনাব ইমানুল হাকিম ও সেক্রেটারি বরিশাল প্রেসক্লাব সেক্রেটারি জনাব এস এম জাকির হোসেন, জনপ্রতিনিধি সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।