Thursday, 21 November 2024

   11:47:27 PM

bmp
logo
৩০০০০০ (তিন লক্ষাধিক) টাকা মূল্যের ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ০৩।

3 years ago

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে ২০২১ খ্রিঃ সন্ধ্যা ১৯ঃ৪৫ ঘটিকায়, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মনজুর রহমান পিপিএম-বার এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর
জনাব রুনা লায়লার নেতৃত্বে, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার শারমীন সুলতানা রাখি,অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি 
মোঃ আজিমুল করীম,পুলিশ পরিদর্শক (তদন্ত)/মোঃ ছগির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন)/মোঃ লোকমান হোসেন,এস আই / মেহেদি হাসান সঙ্গীয় এএস আই/ মোঃ সাইফুল ইসলাম, এএস আই/ জিয়াউর রহমান, এএস আই/ জসিম উদ্দিন, এএসআই/আব্দুল হালিম সহ অন্যান্য অফিসারবৃন্দ কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের লামচরি পোটকারচর আয়রন ব্রীজের দক্ষিণ পাশে বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়
বৌবাজার পলাশপুরের নূর হোসেন হাওলাদার এর ছেলে মোঃ উজ্জল নামক (৩২) কে সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগে পৃথক পৃথক ৩ প্যাকেটে ( ২ কেজি ৫০০ গ্রাম+ ২ কেজি ৫০০ গ্রাম+ ১ কেজি) মোট ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
ধৃত আসামী উজ্জল এর নিকট হিতে প্রাপ্ত তথ্যমতে
রাত ২১ঃ২০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন গিলাতলী নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় গাঁজার মূল মালিক একই এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোঃ কালাম মোল্লা (৫৫) এবং বিক্রয় সহযোগী কোতয়ালী মডেল থানাধীন চরমোনাই ঘিলাতলির আবু জাফর এর ছেলে আসামি মোঃ জাকির হোসেন (৪৬) কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি মাদক সম্রাট হিসেবে কুখ্যাত কালাম মোল্লার বিরুদ্ধে এপর্যন্ত পৃথক পৃথক ১৭ টি মামলা রয়েছে এবং মাদক বহনকারী সহযোগী উজ্জ্বলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ-সংক্রান্ত ২০ মে ২০২১ খ্রিঃ বেলা ১২ঃ০০ (বার) ঘটিকায়, কাউনিয়া থানা সম্মেলন কক্ষে সহকারী পুলিশ কমিশনার  শারমিন সুলতানা রাখির সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।