আজ মহান বিজয় দিবস। এই উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
১৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ সকাল ১০:৩০ টায় বরিশাল পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল বীর শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, আপনারা আজ আমাদের মাঝে এসে আমাদেরকে গর্বিত করায় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ছিল বীরত্বপূর্ণ। রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বুলেট ছুঁড়ে বাঙালি পুলিশ সদস্যরাই সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
আপনারা হৃদয়ে দেশের পতাকা এবং মানচিত্র ধারণ করেছেন বলেই আজ আমরা মাথা উঁচু করে, বুক ফুলিয়ে স্বাধীন দেশে চলতে পারছি। আপনাদের জন্যই আজ আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার। আপনাদের কার্যক্রম এখনও শেষ হয়ে যায়নি। স্বাধীনতা নামক যে বৃক্ষ আপনারা রোপন করেছেন তা সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সার্বিকভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা হয়তো আপনাদের ত্যাগের প্রতিদান দিতে পারব না, তবে আপনাদের দেখানো পথ অনুসরণ করতে পারবো। আমাদেরকে তরুণ প্রজন্মের কাছে আপনাদের অবদান, দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
এ সময় মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ ও আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মধ্য থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে ৩১ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপির সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।