আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ সকাল ১১:০০ টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
এ সময় যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতীয় জীবনে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ নয়; বরং একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা আন্দোলনেরও সূতিকা ঘর।
১৯৪৭ সালে দেশ বিভাজন হওয়ার পর আমরা যখন বুঝতে পেরেছিলাম, যে স্বাধীন দেশ আমরা চেয়েছি সেই স্বাধীনতা আমরা পাইনি, তখন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেকগুলো ধারাবাহিক আন্দোলন-সংগ্রামকে এক সুতোয় বেঁধে বাঙালির মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
আমাদেরকে তরুণ সমাজের কাছে পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ জনাব মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ,
জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, সাধাৱণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল জেলা শাখা অ্যাড তালুকদার মােঃ ইউনুস, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।