Sunday, 24 November 2024

   12:18:01 PM

bmp
logo
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ____________________বিএমপি কমিশনার।

1 year ago

আজ ঐতিহাসিক ৭ মার্চ। এই উপলক্ষে সকাল ১১:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদের কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির উদ্দেশ্যে দেওয়া এই ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতোমধ্যে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও স্বাধীনতার বিভিন্ন ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমরা যদি যার যার জায়গা থেকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারি, তাহলে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানি করা হবে। আমাদেরকে বঙ্গবন্ধু, দেশ ও দেশের স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ জনাব মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।