বিএমপি কাউনিয়া থানার একটি চৌকস অভিযানিক টিম “স্বর্নের বার সদৃশ বস্তু এবং বারের সাথে থাকা চিঠি দেখিয়ে” প্রতারণা করার গোপন সংবাদের ভিত্তিতে ২৭-৭-২৩ খ্রিঃ বেলা ১৩ঃ০০ ঘটিকায় কাউনিয়া থানাধীন বিসিসি ০১ নং ওয়ার্ডস্থ পশ্চিম কাউনিয়া মরক খোলা পোল সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত প্রতারক, ১। মোঃ বেল্লাল শিকদার, (২৯), পিতা -কুট্টি শিকদার, মাতা পেয়ারা বেগম, সাং- পশ্চিম কাউনিয়া, সাধুর বটতলা, বিসিসি ০১ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, ২। মিজানুর রহমান টেনু(৪৫), পিতা- মৃত জয়নাল খান, মাতা- ফরিদা বেগম, সাং উত্তর কাউনিয়া, পাসপোর্ট গলি, বিসিসি ০১ নং ওয়ার্ড, থানা কাউনিয়া, ৩। অপু ওরফে মঙ্গল বল্লভ(৪৫), পিতা- মৃত মাহেন্দ্রনাথ বল্লভ, স্থায়ী সাং - নাগর, রত্নপুর ইউপি, ওয়ার্ড নং ০৩, থানা আগৈলঝারা, এ/ পি - জিয়া সড়ক চৌতপুর, বিসিসি ২৮ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, ৪। কাওসার হাওলাদার (৪৫), পিতা- মৃত সফিজ উদ্দিন হাওলাদার, স্থায়ী সাং- বলইবুনিয়া, ০৩ নং ওয়ার্ড, থানা মোড়লগঞ্জ, জেলা - বাগেরহাট, এ/ পি- সাং পিছনের স্কুল, ডিলার বাড়ি, আবুল ডিলারের বাসার ভাড়াটিয়া, বিসিসি ০১ নং ওয়ার্ড, থানা - কাউনিয়া, সর্ব জেলা -বরিশাল কে কাউনিয়া থানা পুলিশ হাতেনাতে ধৃত করেন ।
প্রতারকদের গ্রেফতার কালে তাদের হেফাজত হতে এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ০১ টি মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও স্বর্নের সদৃশ বস্তু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।