Thursday, 21 November 2024

   09:51:15 PM

bmp
logo
অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবোঃ বিএমপি কমিশনার।

8 months ago

জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জনগণের কাছে জবাবদিহিতা করা যেকোনো শ্রেণী পেশার জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। বুকে সৎ সাহস আছে বলেই আমরা ওপেন হাউজ ডে'র মত এমন একটি জবাবদিহিতামূলক চ্যালেঞ্জিং প্লাটফর্মের আয়োজন করেছি। সৎ সাহস না থাকলে এ ধরনের একটি জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজন করা যায় না।
বিএমপি মিডিয়া সেল
[১৩ মার্চ ২০২৪]
আজ ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় বিএমপি'র কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত মাসিক ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় তিনি আরো বলেন, আমি আপনাদের কাছ থেকে আপনাদের সমস্যার কথা জানতে চাই, আপনাদের সমস্যার কথা শুনতে চাই । আমরা বরিশাল মহানগরীর সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে শান্তিতে রাখতে বদ্ধপরিকর। যদিও আমরা এ লক্ষ্যে অহর্নিশ কাজ করে যাচ্ছি তবুও এটা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়; এজন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।
এ সময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য যে, প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম,
সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার /বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) জনাব নাফিছুর রহমান, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব এটিএম আরিচুল হক সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।