Thursday, 21 November 2024

   02:58:18 PM

bmp
logo
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।

5 months ago

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আজ ০৬ জুন ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় সভাপতি মহোদয় পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লাসহ পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, জেলা প্রশাসন বরিশাল প্রতিনিধি, সিভিল সার্জন বরিশাল প্রতিনিধি, র্যাব-০৮ বরিশাল প্রতিনিধি, বিসিসি বরিশাল প্রতিনিধি, গণমাধ্যম, বাংলাদেশ ব্যাংক বরিশাল প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, বিএমপি'র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই প্রতিনিধি, নৌ-পুলিশ বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, নৌ-নিরাপত্তা বিআই ডব্লিউ টি এ বরিশাল প্রতিনিধি, বিআর টি এ বরিশাল প্রতিনিধি, ফায়ার সার্ভিস, বরিশাল প্রতিনিধি, সোনালী ব্যাংক বরিশাল প্রতিনিধি, কোষ্ট গার্ড বরিশাল প্রতিনিধি, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বরিশাল প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিনিধি, ওজোপাডিকো বরিশাল প্রতিনিধি, সভাপতি ইমাম সমিতি বরিশাল, লঞ্চ মালিক সমিতি বরিশাল, লঞ্চ শ্রমিক সমিতি বরিশাল, বাস মালিক সমিতি নথুল্লাবাদ বরিশাল, বাস মালিক সমিতি রূপাতলী বরিশাল, বাস মালিক সমিতি চর কাউয়া বরিশাল, বাস শ্রমিক সমিতি রূপাতলী বরিশাল, বাস শ্রমিক সমিতি রূপাতলী, বাস শ্রমিক সমিতি নথুল্লাবাদসহ সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।