ব্রিফিং প্যারেডে সভাপতিত্বে করেন বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব খন্দকার মোঃ শামীম হোসেন।
এ-সময় তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করার পাশাপাশি চেইন অব কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বেলাল হোসাইন,পিপিএম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ রাশেদুল ইসলাম, পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স জনাব সোনিয়া পারভীন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।