Sunday, 05 January 2025

   04:19:15 AM

bmp
logo
প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত।

3 months ago

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ০৩.০০ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. ফারহিনা আহমেদ এর সভাপতিত্বে প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভাগীয় কমিশনার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণের অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফর্মে এক সভা অনুষ্ঠিত হয়।
বিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন এ সময় বিএমপি সদর দপ্তর থেকে উক্ত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এ সময় প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে করণীয় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. ফারহিনা আহমেদ।